kalerkantho


ভোজপুরি সানি লিওন

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মে, ২০১৮ ১১:০০ভোজপুরি সানি লিওন

সানি লিওনের বড় ভক্ত তিনি। সেই কারণে নিজেকে সানি লিওন বলতেই পছন্দ করেন ভোজপুরি এই অভিনেত্রী। শুধু তাই নয়, নিজের নাম-ও পালটে ফেলেছেন এই অভিনেত্রী। শুনে একটু খটকা তো লাগতেই পারে।

যাকে দেখতে পাচ্ছেন তিনি ভোজপুরি অভিনেত্রী পল্লবী সিং। কিন্তু, সানি লিওন ওরফে করণজিত সিংয়ে মুগ্ধ তিনি। সেই কারণে নিজেকে বিহারের সানি লিওন বলে দাবি করেন পল্লবী সিং ওরফে ‘সানি সিং’। আর এবার সেই সানি সিং-এর ‘দারু বিহার মে’ যেন আগুন ধরিয়ে দিল ইন্টারনেটে।

গত ১৬ মে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘দারু বিহার মে’। কিন্তু, মুক্তির পাওয়ার পর থেকে এ পর্যন্ত পল্লবী সিংয়ের ওই বিহারি আইটেম নম্বরের ভিউয়ার্স ক্রমশ বাড়তে শুরু করেছে। ইতোমধ্যেই পল্লবীর ‘দারু বিহার মে’-তে ২২৬,৮৩৫ ভিউস হয়েছে। ‘দারু বিহার মে’-তে পল্লবী সিংয়ের সঙ্গে দেখা যাচ্ছে রিসব কাশ্যপ নামে আরও এক বিহারি অভিনেতাকে।মন্তব্য