kalerkantho


২ মাস পর ট্যুইটারে ফিরলেন চিকিৎসাধীন ইরফান খান

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মে, ২০১৮ ১১:৪০২ মাস পর ট্যুইটারে ফিরলেন চিকিৎসাধীন ইরফান খান

চিকিৎসা নিচ্ছেন অভিনেতা ইরফান খান। তাঁর নিউরো-এন্ডোক্রিন টিউমারের চিকিৎসা চলছে। চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রায় ২ মাসাধিককাল তিনি সব কিছু থেকে বিচ্ছিন্ন। 

তবে, গতকাল বুধবার এক ট্যুইটার পোস্টের মাধ্যমে নীরবতা ভাঙেন এই ৫১ বছর বয়সী অভিনেতা।

গতকাল বুধবার সন্ধ্যায় নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন ইরফান। ছবিতে তাঁকে দেখা যাবে আপকামিং মুভি 'কারওয়ান'-এর দুই কো-স্টারের সাথে। তাঁরা হলেন দুলকার সালমান ও মিথিলা পালকার।

ট্যুইটার পোস্টে ইরফান লেখেন, প্রতিটি আরম্ভেরই একটি নিপাট সরলতা আছে, যা অভিজ্ঞতা কখনোই কিনতে পারে না। নতুনদের স্বাগত জানাই। সেই সাথে ছবিটির সাথে সংশ্লিষ্টদের অভিনন্দন।

উল্লেখ্য, ইরফান খান সোশাল মিডিয়ায় দুই মাস ধরে অনুপস্থিত। তিনি মস্তিষ্কে জটিল টিউমারের চিকিৎসা নিচ্ছেন। তিনি শেষ ট্যুইটটি করেন ১৫ মার্চ।

'কারওয়ান' ছবিটি পরিচালনা করেছেন আকর্ষ খুরানা। ছবিটি আগস্টের ১০ তারিখ মুক্তি পাবে। ছবিটির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেতা দুলকার সালমান ও ওয়েব সিরিজ 'লিটল থিংস' তারকা মিথিলা পালকারের।
সূত্র : এনডিটিভি       মন্তব্য