kalerkantho


শুভ জন্মদিন, মাধুরী দীক্ষিত

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মে, ২০১৮ ১৪:০৩শুভ জন্মদিন, মাধুরী দীক্ষিত

বলিউডের এই ডান্স কুইনের জন্য বয়স শুধুই একটি সংখ্যা। আজ ১৫ মে ৫১তে পা দিলেন বলিউড ডান্স কুইন মাধুরী দীক্ষিত। দীর্ঘদিন ধরেই এই বলিউড রূপসী তাঁর মনকাড়া হাসি আর লাস্যময় উপস্থিতির মাধ্যমে মাতিয়ে রেখেছেন সিনে দর্শকদের। 

প্রতিদিন নিজেকে সবার কাছে আরো সুন্দর আর আনন্দময় করে তোলা এই বলিউড সুপারস্টারকে জন্মদিনের শুভেচ্ছা।

তাঁকে বলা হয় বলিউডের সবচেয়ে ট্যালেন্টেড ডান্সার। অনেক আইকনিক ডান্স নাস্বার আছে তাঁর। তাঁর ফিল্মোগ্রাফিও অনেক দীর্ঘ।

১৯৮৪ সালে 'অবোধ' ছবির মাধ্যমে চলচ্চিত্র পা রাখেন মাধুরী। পারিবারিক কারণে মাঝে মাঝে দু-তিন বছরের বিরতি দিলেও মোটামুটি নিয়মিতই তিনি ছবি করে যাচ্ছেন। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'গুলাব গ্যাং' (২০১৪)। আর মুক্তিপ্রত্যাশী ছবির তালিকায় আছে বাকেট লিস্ট, টোটাল ধামাল আর কলঙ্ক।
সূত্র : ডিএনএ      মন্তব্য