kalerkantho


লাভ-রঞ্জনের ছবিতে দুই পাওয়ারহাউজ

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মে, ২০১৮ ১২:৫১লাভ-রঞ্জনের ছবিতে দুই পাওয়ারহাউজ

রণবীর কাপুরের বৃহস্পতি এখন তুঙ্গে। পাইপলাইনে সব সুপার মুভি। খুব শিগগিরই আসছে রাজকুমার হিরানি পরিচালিত বহু আকাঙ্ক্ষিত সঞ্জয় দত্তের বায়োপিক 'সাঞ্জু'। বহুল আলোচিত-সমালোচিত এই ছবিটি নিয়ে সিনেপ্রেমীদের আগ্রহের শেষ নেই। এ ছাড়াও আসছে অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র'।

ইয়াশ রাজ ফিল্মস-এর 'শমশের' আসছে, যার টিজার ক'দিন আগে মুক্তি পেয়েছে। 

এবার আসুন জেনে নিই নতুন আর কী ছবির কাজ করছেন তিনি। জানা গেছে, সম্প্রতি দুই নায়ক নির্ভর একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন এই বলিউড লাভ মেশিন। ছবিটিতে তাঁর বিপরীতে আছেন 'ওয়াইল্ড ম্যান' অজয় দেবগন। আর ছবিটি পরিচালনা করবেন সুপারহিট কমেডি ড্রামা 'সোনু কে টিটু কি সুইটি' ছবির পরিচালক লাভ-রঞ্জন।

লাভ-রঞ্জনের এই বিগ বাজেট-বিগ স্টার ছবিটি আগামী বছরে ফ্লোরে গড়াবে বলে জানা গেছে।

রণবীরের সাথে এই প্রথম কোনো ছবিতে কাজ করছেন অজয়। এ-প্রসঙ্গে তিনি বলেন, রণবীর দুর্দান্ত একজন অভিনেতা। এই প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে সবচেয়ে মেধাবী। আশা করি ওঁর সাথে কাজ করতে আমার ভালো লাগবে।

নিজের ছবিতে এই ড্রিম কাস্ট প্রসঙ্গে লাভ-রঞ্জন বলেন, এক সাথে দুই পাওয়ারহাউজকে নিয়ে কাজ করছি। আশা করছি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।
সূত্র : ডিএনএ মন্তব্য