kalerkantho


অসুস্থ মিঠুন, ভুগছেন পিঠের ব্যথায়

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মে, ২০১৮ ১২:৪৭অসুস্থ মিঠুন, ভুগছেন পিঠের ব্যথায়

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ভারতীয় চলচ্চিত্রের মহাতারকা মিঠুন চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

ভারতের বাংলা ও হিন্দি ছবির জনপ্রিয় এই অভিনেতা পিঠের যন্ত্রণায় ভুগছেন বলে জানা গেছে। বেশ কয়েকটি ইংরেজি গণমাধ্যম জানিয়েছে, দিল্লিতে তাঁর চিকিৎসা চলছে। পিঠের যন্ত্রণার জন্যে একসময় উটিতেও চিকিৎসা নেন মিঠুন। জানা গেছে, দিল্লিতে চিকিৎসায় ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। 

বড় পর্দা থেকে ছুটি নিলেও, ছোটপর্দায় মাঝেমধ্যেই দেখা যেত তাঁকে। মূলত, একটি ডান্স রিয়েলিটি শো'র বিচারক ছিলেন তিনি। কিন্তু শারীরিক কারণে ওই শো থেকেও সরে দাঁড়ান তিনি। শেষবার তাঁকে আয়ুষ্মান খুরানা, পল্লবী শারদে অভিনীত 'হাওয়াইজাদে' ছবিতে দেখা গিয়েছিল।
সূত্র : ডিএনএ, টাইমস অব ইন্ডিয়ামন্তব্য