kalerkantho


রাজের বাড়ির রান্নাঘরে শুভশ্রী

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মে, ২০১৮ ২০:০১রাজের বাড়ির রান্নাঘরে শুভশ্রী

তিনি সফল অভিনেত্রী। কলকাতার টালিগঞ্জে এক ডাকে তাঁকে প্রায় সকলেই চেনে। তবুও বাড়ির আত্মীয়-স্বজনদের কাছে তিনি তাঁদের আদরের মেয়ে, বোন, বৌ কিংবা বৌমা। আর এই মুহূর্তে তিনি পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী।
রাজের সঙ্গে সবে সবে গাঁটছড়া বেঁধেছেন শুভশ্রী। চিরাচরিত বাঙালি রীতিনীতি মেনে হয়েছে তাঁর বিয়ের সব অনুষ্ঠান। গায়ে হলুদ, বিয়ে, থেকে বৌভাত, রিসেপশন সবই হয়েছে। বিয়ের ক'টা দিন বাধ্য মেয়ের মতোই বাড়ির বড়দের সবকথা মেনেও নিয়েছেন শুভশ্রী।

বিয়ে হয়ে রাজের বাড়িতে প্রথম এসে নিজের আলতা রাঙা পা রেখেছে।  তারপর একে একে সব নিয়ম মেনেছেন। কাঁকে কলসি নিয়েছেন, হাতে মাছও ধরার চেষ্টাও করেছেন। যদিও বা তা হাত ফসকে গেছে। তারপর আংটি খেলা।
রান্না করা, বৌভাতের সকালে সকলের পাতে ঘি-ভাত দেওয়া সবই করেছেন চিরাচরিত বাঙালি নববধূর মতোই। ভাত-কাপড়ের অনুষ্ঠানে বড়দের কথা মেনে রাজের পা ছুঁতেও দ্বিধা করেননি শুভশ্রী। এক্কেবারে বাধ্য মেয়ের মতোই।

জের বাড়িতে নববধূ শুভশ্রীর রান্না করার সময় তার সামনে ঘুর ঘুর করতে দেখা গেল জিলাটো। জিনিউজমন্তব্য