kalerkantho


কলকাতায় শুটিংয়ে ব্যস্ত জয়া মায়ের হাতের রান্না মিস করছেন

কালের কণ্ঠ অনলাইন   

২৬ এপ্রিল, ২০১৮ ১৪:৩৯কলকাতায় শুটিংয়ে ব্যস্ত জয়া মায়ের হাতের রান্না মিস করছেন

ফিল্ম 'ক্রিসক্রস' এর শ্যুটিং এ আপাতত ব্যস্ত বিরসা দাশগুপ্ত সহ তাঁর গোটা টিম। ছবিতে রয়েছেন জয়া আহসান, প্রিয়াঙ্কা সরকার, নুসরাত সহ একাধিক অভিনেত্রী। 'রাজকাহিনি'-র বহুদিন পরে একসঙ্গে এতজন অভিনেত্রী। ফলে বোঝাই যাচ্ছে যে ছবির শ্যুটিং ঘিরে কী হৈ হুল্লোড় চলতে পারে! আর সেই মতো সেট-এ চলছেও হইচই।

শ্যুটিং এর আগে পরে কী হচ্ছে, তার খবর একটি ভিডিও র মাধ্যমে প্রকাশ করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুটিংএর মাঝেই চলছে খোশ গল্প, আবার স্ক্রিপ্ট পড়ার কাজ। হুল্লোড়। এত গরমের মধ্যেও যে অভিনেত্রীদের এতটা উৎসাহ, উদ্দীপনা রয়েছে সেটাই অবাক করার মতো! সাম্প্রতিক প্রিয়াঙ্কা একটি ভিডিও পোস্ট করেছেন 'ক্রিসক্রস'-এর শ্যুটিং ঘিরে। যাতে ধরা পড়েছেন জয়া ও প্রিয়াঙ্কা নিজে।

এর আগে, জানা যায় 'ক্রিসক্রস'-এর শ্যুটিং এর লম্বা শিডিউলের মধ্যে মায়ের হাতের রান্না মিস করছিলেন জয়া।  খুব শিগিগিরই তিনি বাংলাদেশে ফিরতে চান। একটানা অনেকদিন বাইরে থেকে এবার দেশের জন্য মন টানছে। শ্যুটিং শেষ করে আগামী মাসের প্রথমের দিকেই তিনি বাংলাদেশে পৌঁছাবেন। আর বাড়ি পৌঁছতেই পাতে চাই জয়ার প্রিয় খাবার।মন্তব্য