kalerkantho


ফের কন্যা সন্তানের বাবা হলেন 'রক'

কালের কণ্ঠ অনলাইন   

২৪ এপ্রিল, ২০১৮ ২০:২৭ফের কন্যা সন্তানের বাবা হলেন 'রক'

ফের কন্যা সন্তানের বাবা হলেন ‘দ্য রক’ খ্যাত তারকা ডোয়াইন জনসন। গতকাল সোমবার ইনস্টাগ্রামে মেয়ের সাথে একটি ছবি শেয়ার করে এ তথ্য জানান হলিউড অভিনেতা। নবজাতকের নাম রাখা হয়েছে তিয়ানা জিয়া জনসন।

ছবিটিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় মেয়ে তিয়ানাকে বুকে জড়িয়ে বসে রয়েছেন তিনি। এর ক্যাপশনে তিনি লিখেছেন, শরীরের সঙ্গে শরীর। আমাদের মা। গর্বিত এবং আনন্দিত। তিয়ানা পৃথিবীতে এসেছে প্রকৃতির এক শক্তি হয়ে।

কন্যা সন্তানের বাবা হওয়ায় ৪৫ বছর বয়সী এই অভিনেতা ও তার বান্ধবী লরেন হাসিয়ানকে শুভকামনা জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে লিখেছেন, অসাধারণ। তোমাকে এবং লরেনকে শুভেচ্ছা।মন্তব্য