kalerkantho


চলে গেলেন ভার্ন ট্রয়ার

কালের কণ্ঠ অনলাইন   

২২ এপ্রিল, ২০১৮ ১৫:২৪চলে গেলেন ভার্ন ট্রয়ার

মার্কিন অভিনেতা, স্টান্ট পারফর্মার ও কমেডিয়ান ভার্ন ট্রয়ার মারা গেছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। 

তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানানো হয়, ভীষণ দুঃখ ও ভারী মন নিয়ে আমরা জানাচ্ছি যে ভার্ন আজ পরলোকগমন করেছে। 

তবে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে তা না জানিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে আরো লেখা হয়, বিষণ্নতা ও আত্মহত্যাপ্রবণতা খুব খারাপ দুটি বিষয়।

২ ফুট ৮ ইঞ্চি লম্বা (৮১ সেন্টিমিটার) খর্বাকৃতির এই মানুষটি একজন শক্তিমান অভিনয়শিল্পী ছিলেন। তিনি অস্টিন পাওয়ারের ছবিগুলোর মাধ্যমেই মূলত খ্যাতি পান। তাঁর উল্লেখযোগ্য ছবি দ্য স্পাই হু শ্যাগড মি ও অস্টিন পাওয়ার ইন গোল্ডমেম্বার। এ ছাড়াও তিনি হ্যারি পটার ছবিতে গবলিন গ্রিপহুক চরিত্রে অভিনয় করেছেন। 

অস্টিন পাওয়ার সিরিজে তিনি মূলত 'মিনি-মি' চরিত্রে রূপদান করেন। তাঁর জন্ম ১ জানুয়ারি ১৯৬৯। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে। 

চলচ্চিত্রের পাশাপাশি টিভিতেও সমান জনপ্রিয় ছিলেন ভার্ন ট্রয়ার। 
সূত্র : দ্য গার্ডিয়ান, দ্য ইনডিপেনডেন্ট
        মন্তব্য