kalerkantho


পশ্চিমবঙ্গের সিনেমা হলে শাকিবের 'চালবাজ'

কালের কণ্ঠ অনলাইন   

২০ এপ্রিল, ২০১৮ ১৬:২১পশ্চিমবঙ্গের সিনেমা হলে শাকিবের 'চালবাজ'

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি 'চালবাজ' মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে।এসকে মুভিজ পরিচালিত ছবিটি আজ ২০ এপ্রিল সেখানকার ৯১টি সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে।

এর আগে যৌথ প্রযোজনার ছবি শিকারি ও নবাব মুক্তি পেয়েছিল পশ্চিমবঙ্গে।

'চালবাজ' ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। শাকিব ছাড়াও এতে অভিনয় করেছেন শুভশ্রী, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, সুপ্রিয়, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। গত বছর জুন মাসে লন্ডনে এ ছবির শুটিং শুরু হয়। এরপর ভারতের বিভিন্ন লোকেশনে ছবির চিত্রায়ন করা হয়।

ছবিটি শুরু হয়েছিল বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়। কিন্তু বাংলাদেশে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির ও নতুন নীতিমালা তৈরি হওয়ায় ছবিটি পরবর্তীতে পুরোপুরি টাকা লগ্নি করে এসকে মুভিজ। সরে আসে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট। শেষ পর্যন্ত ঠিক হয়, বাংলাদেশের চালবাজ মুক্তি পাবে সাফটা চুক্তির (আমদানি) ভিত্তিতে।

বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে ২৭ এপ্রিল। সেজন্য গতকাল বৃহস্পতিবার ছবিটি সেন্সরে জমা পড়েছে। সবকিছু ঠিক থাকলে রবিবার কিংবা সোমবার সেন্সর ছাড়পত্র পেতে যাচ্ছে আলোচিত এ চলচ্চিত্রটি। মন্তব্য