kalerkantho


সালমান খানের সঙ্গে বিগ বসে এবার কে আসছেন?

কালের কণ্ঠ অনলাইন   

২০ এপ্রিল, ২০১৮ ১২:২৮সালমান খানের সঙ্গে বিগ বসে এবার কে আসছেন?

শিগগিরই শুরু হচ্ছে বিগ বস সিজন ১২। অডিশনও শুরু হয়ে গিয়েছে। কিন্তু বিগ বস সিজন ১২-এ সালমান খানের সঙ্গে এবার কে আসছেন জানেন?

জানা গেছে, সালমান খানের সঙ্গে নাকি এবার বিগ বস-এর পরিচালনায় দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর এবার পর্দার-এর বাইরে রিয়েলেও দেখা যাবে সলমন-ক্যাটরিনাকে। অবাক লাগছে শুনতে? কিন্তু, এবারই প্রথম সালমান খানের সঙ্গে স্টেজ শেয়ার করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। তবে এ বিষয়ে সলমন বা ক্যাটরিনার পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

এদিকে ‘টাইগার জিন্দা হ্যায়’-র পর সলমন খানের সঙ্গে ‘দাবাং’ টুরে অংশ নিয়েছেন ক্যাটরিনা কাইফ। তবে সালমানের ওই দাবাং টুরে ক্যাটরিনার পাশাপাশি রয়েছেন ডেইজি শাহ এবং সোনাক্ষী সিনহাও।মন্তব্য