kalerkantho


কোনও খবর দেখছেন না আলিয়া

কালের কণ্ঠ অনলাইন   

১৯ এপ্রিল, ২০১৮ ১৮:০৫কোনও খবর দেখছেন না আলিয়া

সম্প্রতি তাঁর ছবি 'রাজি'-র ট্রেলার মুক্তির পেয়েছে। যে ছবিতে আলিয়া একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করবেন। ছবিতে দেখানো হয়, এক কাশ্মীরী মেয়ে সেহমত কীভাবে ভারতীয় গুপ্তচর হিসাবে পাকিস্তানে গিয়ে নিজের মিশন সম্পূর্ণ করেন। আর সেই কাশ্মীরের কাঠুয়ায় ঘটে যাওয়া ৮ বছরের শিশুর নৃশংস ধর্ষণের প্রতিবাদে গর্জে উঠেছে দেশ। যে প্রতিবাদে সামিল আলিয়াও।

আলিয়া জানিয়েছেন,'এটা একটা সাংঘাতিক ঘটনা। মহিলা হিসাবে, একজন ব্যক্তিত্ব হিসাবে, একজন মানুষ হিসাবে, দেশের একজন হিসবে, আমার খারপ লাগছে ভীষণ, আমি আহত। ' আলিয়া জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তিনি আর চাইছেন না কাঠুয়াকাণ্ড নিয়ে কোও খবর দেখতে, বা পড়তে।

তিনি নিজেকে এর থেকে সরিয়ে এনেছেন বলেও দাবি। আলিয়ার আশা যে কাঠুয়াকাণ্ডে নিগৃতা একদিন ঠিক বিচার পাবে। এ নিয়ে সকলকে প্রতিবাদে গর্জে উঠতে ডাক দিয়েছে আলিয়া। উল্লেখ্য, আলিয়া ছাড়াও করিনা , স্বরা ভাস্কর সহ অনেকেই এই কাণ্ডের প্রতিবাদে এগিয়ে আসেন।মন্তব্য