kalerkantho


উত্তেজিত মাধুরী দীক্ষিত

কালের কণ্ঠ অনলাইন   

১৯ এপ্রিল, ২০১৮ ১৪:১৪উত্তেজিত মাধুরী দীক্ষিত

এমন ঘটনা প্রতিদিন ঘটে না। প্রতিদিন কেউ ঘোষণা দেয় না যে 'কলঙ্ক' নির্মাণ হতে যাচ্ছে। এটি এমন একবটি ছবি, যার কাস্টিং হলো ছয় তারকা। হ্যাঁ, করণ জোহরের 'কলঙ্ক'র কথা বলা হচ্ছে। যার কাস্ট হলেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, সোনাক্ষী সিনহা, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট আর আদিত্য রয় কাপুর। 

১৯৪০ সালের একটি ঘটনানির্ভর ছবিটির সুপার কাস্টিংই বলে দেয় এটি একটি ম্যাগনাম ওপাস হতে যাচ্ছে। আর এ ছবিতে নিজের সম্পৃক্ততায় দারুণ উত্তেজিত মাধুরী দীক্ষিত।

নিজের এই উত্তেজনা প্রকাশ করেন তিনি ব্যক্তিগত ট্যুইটার হ্যান্ডেলে। সেখানে তিনি লেখেন, কেবলই অনিল কাপুরের সাথে ইন্দ্রকুমারের ছবি টোটাল ধালাম এর শুটিং শেষ করলাম। আর তার পরই এসে হাজির হলাম কলঙ্কর সেটে। করণ জোহরের এই ছবিটি সত্যিই উত্তেজনাপূর্ণ। নিজেকে পরিপূর্ণরূপে উপস্থাপনের আশা রাখছি। 

উল্লেখ্য, তিনটি সুপার ব্যানারের অধীনে নির্মিতব্য 'কলঙ্ক' ছবিটি পরিচালনা করবেন অভিষেক বর্মণ। গতকাল থেকে ছবিটির নির্মাণ কাজ শুরু হয় আর ঠিক ১ বছর পর অর্থাৎ ১৯ এপ্রিল ২০১‌৯-এ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সূত্র : ডিএনএমন্তব্য