kalerkantho


সঞ্জয় লীলার পরবর্তী ছবিতে আলিয়া ভাট

কালের কণ্ঠ অনলাইন   

১৯ এপ্রিল, ২০১৮ ১৩:৪৯সঞ্জয় লীলার পরবর্তী ছবিতে আলিয়া ভাট

'পদ্মাবত' অধ্যায় পেরিয়েছে বেশ আগেই। খানিক বিশ্রামের পর এবার সঞ্জয় লীলা আগামী ছবির প্রস্তুতিতে রয়েছেন। তাঁর আগামী ছবি লেখিকা অমৃতা প্রীতম ও কবি শাহির লুধিয়ানভির জীবনের ওপর চিত্রায়িত হতে চলেছে বলে জানা গেছে। তবে কারা এ ছবিতে অভিনয় করবেন- সে সম্পর্কে বিস্তারিত কিছু নিশ্চিত জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, বনসালির এই ছবিতে প্রীতমের চরিত্রে দেখা যেতে পারে আলিয়া ভাটকে।

যদিও এ নিয়ে বনসালির পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু না জানানো গেলেও শোনা যাচ্ছে, আলিয়াই এই চরিত্রের জন্য বনসালির সবচেয়ে পছন্দের অভিনেত্রী। এদিকে, শাহির লুধিয়ানভির চরিত্রে অভিষেক বচ্চন থাকতে চলেছেন বলে অন্য একটি সূত্র মোটামুটি নিশ্চিত করেছে। 

'ম্যায় পল দো পল কা শায়র হু' 'কাভি কাভি মেরে দিল মে..' ইত্যাদি গানের লেখক শাহির লুধিয়ানভি। তাঁর সঙ্গে বহুদিনের সম্পর্ক ছিল লেখিয়া অমৃতা প্রীতমের। দুজনের সম্পর্ক ঘিরে নানা ঘটনা নিয়েই পরবর্তী পিরিয়ড ড্রামা তৈরি করতে চলেছেন বনসালি।
সূত্র : ডিএনএমন্তব্য