kalerkantho


মাদাম তুসোয় করণ জোহরের মোমের মূর্তি

কালের কণ্ঠ অনলাইন   

১৯ এপ্রিল, ২০১৮ ১৩:০০মাদাম তুসোয় করণ জোহরের মোমের মূর্তি

মাদাম তুসোর মোমের জাদুঘরে এবার স্থাপিত হতে যাচ্ছে বলিউডের স্বনামখ্যাত চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের মোমের মূর্তি। করণ জোহরই বলিউডের প্রথম কোনো চলচ্চিত্র নির্মাতা যাঁর মোমের মূর্তি স্থাপিত হতে যাচ্ছে মাদাম তুসোর মোমের জাদুঘরে।

মাদাম তুসো জাদুঘরের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, তাঁর অসাধারণ মেধা ও যোগ্যতা তাঁকে অন্যান্য অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সাথে এখানে স্থান করে দেবে। 

এ বছরের শেষ নাগাদ এই মোমের মূর্তিটি স্থাপিত হবে বলে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।

এ-প্রসঙ্গে এক ট্যুইট বার্তায় করণ জোহর একটি ছবি প্রকাশ করে তার সাথে ক্যাপশনে লেখেন, আমি সম্মানিত।

ইতিমধ্যে করণের মোমের মূর্তিটি নির্মাণ শুরু হয়ে গেছে। জানা গেছে, গত সপ্তাহে লন্ডনে অবস্থিত জাদুঘরটির নির্মাণসংশ্লিষ্টদের সাথে সাক্ষাৎ করেছেন তিনি।

এর আগে মাদাম তুসোর মোমের জাদুঘরে স্থান করে নিয়েছেন আরো বেশ ক'জন ভারতীয় সেলিব্রিটি। এর মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, শচীন টেন্ডুলকার, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, সালমান খান, ক্যাটরিনা কাইফ প্রমুখ। তবে পরিচালক হিসেবে তিনিই প্রথম এই মোমের জাদুঘরে স্থান পেতে যাচ্ছেন। 
সূত্র : এনডিটিভি, ডিএনএ 

  

 
    
    

  মন্তব্য