kalerkantho


এক দশক পর অনস্ক্রিনে সালমান-প্রিয়াঙ্কা

কালের কণ্ঠ অনলাইন   

১৯ এপ্রিল, ২০১৮ ১১:৩১এক দশক পর অনস্ক্রিনে সালমান-প্রিয়াঙ্কা

শেষ তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকরা দেখেছিলেন আজ থেকে ১০ বছর আগে। সালমান খান আর প্রিয়াঙ্কা চোপড়া। একজন বলিউডের সর্বসাম্প্রতিক মহাতারকা আর একজন আন্তর্জাতিক তারকা। দুজনই ব্যস্ত আর দুজনই অনেকদিন পর এক সাথে কাজ করতে যাচ্ছেন আলী আব্বাস জাফরের ম্যাগনাম ওপাস 'ভারত'-এ।

হলিউডে ব্যস্ত সময় পার করা প্রিয়াঙ্কার শেষ বলিউড ছবি ছিল প্রকাশ ঝা'র জয় গঙ্গাজল (২০১৬)।

'ভারত'-এর প্রধান নারী চরিত্রে প্রিয়াঙ্কার নাম ঘোষণার একদিন পর তাঁর কো-স্টার সালমান খান এক মজার ট্যুইটে লেখেন, #ভারত......নিজ ভূমে তোমার স্বাগত @প্রিয়াঙ্কা চোপড়া। শিগগিরই দেখা হবে। ও, ভালো কথা....আমাদের ছবিটা কিস্তু হিন্দিতে!!!!! 

উল্লেখ্য, 'ভারত' ২০১৪ সালে নির্মিত কোরিয়ান ছবি 'ওড টু মাই ফাদার'-এর অফিসিয়াল অ্যাডাপটেশন। 

সালমানের ট্যুইটের উত্তরে প্রিয়াঙ্কা অপর একটি ট্যুইটে লেখেন, আমি তৈরি আছি। আমি বরাবরই #দেশিগার্ল। আনন্দিত এমন একটি টিমের সাথে কাজ করব ভেবে। সেটে দেখা হবে। 

প্রিয়াঙ্কা বর্তমানে মার্কিন এবিসি টিভির শো 'কোয়ান্টিকো' নিয়ে ব্যস্ত। বর্তমানে শো'টির তৃতীয় পর্ব চলছে। 

'ভারত' ছবির শুটিংয়ের জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন পরিচালক আলী আব্বাস জাফর। লন্ডনে শুরু হয়ে স্পেন, পোল্যান্ড, পর্তুগাল ও মাল্টায় হবে এর শুটিং। ছবিতে সালমানকে পাঁচটি ভিন্ন ভিন্ন লুখে দেখা যাবে। আগামী ঈদ উপলক্ষে মুক্তি পাবে এই ম্যাগনাম ওপাসটি।
সূত্র : হিন্দুস্তান টাইমস, এনডিটিভি     মন্তব্য