kalerkantho


বিয়ের সাজে নিরব-তিশা

কালের কণ্ঠ অনলাইন   

১৮ এপ্রিল, ২০১৮ ২১:৩১বিয়ের সাজে নিরব-তিশা

হঠাত করেই বিয়ের সাজে চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশাকে দেখা গেল। নিরব তো পুরোদস্তুর আধুনিক বর হয়ে গেছেন, পাশে কনে হিসেবে উপস্থিত রয়েছেন তিশা। তিশার শরীরে দামি শাড়ি, সেই সাথে অলঙ্কার। এই সাজে দুজনকে যে মানিয়েছে বেশ তা বলার অপেক্ষা রাখে না।

ঘটনা কী? কোনো ছবির শুটিং? না।  তাহলে? নাকি কোনো টেলিভিশন বিজ্ঞাপন কিংবা কোনো বিশেষ নাটক? না। তাহলে? ভক্তদের এমন নানা প্রশ্নে নিরব জখন জর্জরিত তখন যোগাযোগ করা হয় নিরবের সাথে। তিনিই বিষয়টি খোলসা করলেন।

নিরব জানালেন এটি একটি ব্রাইডল ফটোশুটের ছবি। ঢাকার ফ্যাশন হাউজ ভাসাভি বিয়ের ফটোশুটের আয়োজন করে। আর এতেই মডেল হয় তাঁকে ও তিশাকে।
 
এর আগে অভিনেত্রী শবনম ফারিয়া ও মেহজাবিনের সাথে ব্রাইডল ফটোশুটে অংশ নেন নিরব। আর বুধবার জনপ্রিয় অভিনেত্রী তিশার সাথে বরের সাজে ফটোশুটে অংশ নিলেন।মন্তব্য