kalerkantho


লন্ডনে সংসার শুরু করবেন অনিলের মেয়ে!

কালের কণ্ঠ অনলাইন   

১৭ এপ্রিল, ২০১৮ ১৯:৩১লন্ডনে সংসার শুরু করবেন অনিলের মেয়ে!

বিয়ে করছেন সোনম কাপুর। শিগগিরই আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অনিল কাপুরের মেয়ে। আনন্দের সঙ্গে সাতপাক ঘুরে কি বিদেশে পাড়ি দেবেন সোনাম?

জানা গেছে, ইতিমধ্যেই নাকি লন্ডনে একটি ফ্ল্যাট কিনেছেন সোনম-আনন্দ। লন্ডনের নটিং হিল এলাকাতেই একটি টু বিএইচকে ফ্ল্যাট কিনে ফেলেছেন হবু দম্পতি। বিয়ের পর নটিং হিলের ওই ফ্ল্যাটেই সোনম-আনন্দ নতুন সংসার পাতবেন বলেও শোনা যাচ্ছে।

‘ভীর দি ওয়েডিং’-এর শুটিংয়ের সময়ই যেভাবে লন্ডন থেকে মুম্বাই উড়ে এসে এসে শুটিং করেছেন সোনম, তখন থেকেই জল্পনা শুরু হয়। পাশাপাশি ওই দু’জনের সোশ্যাল হ্যান্ডেল খুললেই চোখে পড়ছে লন্ডনের একাধিক ছবি। কিন্তু, বিয়ের পর কি আনন্দের সঙ্গে পাকাপাকিভাবে লন্ডনে বসবাস করবেন সোনম কাপুর? সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি।

জানা যাচ্ছে, বিয়ে উপলক্ষে সমস্ত কাজ  নাকি বন্ধ রেখেছেন সোনম কাপুর। সে সিনেমার শুটিং হোক কিংবা ফটোশুট। আপাতত সবকিছু থেকেই অব্যাহতি নিয়েছেন সোনম।

বিদেশে বিয়ের পরিকল্পনা আপাতত বাতিল করেছেন অনিল কাপুর কন্যা। মুম্বাইতে বিয়ে সেরে, দিল্লিতেই তাঁদের রিসেপশন হবে বলে শোনা যাচ্ছে। জিনিউজমন্তব্য