kalerkantho


নিজ জেলার মানুষকে আনন্দে ভাসালেন চঞ্চল,খুশি ও বৃন্দাবন

কালের কণ্ঠ অনলাইন   

১৭ এপ্রিল, ২০১৮ ১৬:২৫নিজ জেলার মানুষকে আনন্দে ভাসালেন চঞ্চল,খুশি ও বৃন্দাবন

বড় পর্দা ও ছোট পর্দার সমান জনপ্রিয় মুখ তিনি। তিনি চঞ্চল চৌধুরী। আর অন্যদিকে, টেলিভিশনের জনপ্রিয় মুখ শাহনাজ খুশি। দুজনের জুটিবদ্ধ অভিনয় দর্শকের যেমন বিনোদন দেয় তেমনি করে বিমোহিত। আর মজার বিষয় হলো দুজনের গ্রামের বাড়ি পাবনা জেলায়।

কিশোরী বেলায় ফেলে আসা স্টেশনে খুশির পূর্ণ জননী হয়ে ফেরা

সম্প্রতি দুজনই গ্রামের বাড়ি পাবনায় গিয়েছিলেন। সেখানেই স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই দুই জনপ্রিয় মুখ। ভক্ত ও দর্শকেরা যদি এই জুটিকে কোনোভাবে এই জুটিকে কাছে পেয়ে যায় তাহলে কী অবস্থা হতে পারে বলুন!

মঞ্চে উঠে চঞ্চলের প্রথম উচ্চারিত শব্দেই পুরো অনুষ্ঠানস্থল হাসিতে ফেটে পড়ে। প্রথমেই চঞ্চলে বলেন, 'এ আমি কোনে আইসলাম' ওমনি হাসি শুরু হয়ে যায়। এরপরে শাহনাজ খুশির সাথে চঞ্চল চৌধুরীর কথোপকথন শুরু হয়। এরপরে তাঁদের সাথে যুক্ত হন বৃন্দাবন দাশ। এই ত্রয়ী পুরোটা সময় মঞ্চ মাতিয়ে রাখেন।

কিছুদিন আগে দীর্ঘ ২৪ বছর পর নিজের শহরে রেলগাড়িতে ফিরেছেন খুশি। স্টেশনে নেমেই হয়েছেন স্মৃতিকাতর। আর এই স্মৃতিকাতরতা তুলে ধরেছেন নিজের ফেসবুক হ্যান্ডেলে।মন্তব্য