kalerkantho


গোপনে বিয়ে সারলেন শক্তি-নেহা

কালের কণ্ঠ অনলাইন   

১৭ এপ্রিল, ২০১৮ ১৫:০৬গোপনে বিয়ে সারলেন শক্তি-নেহা

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা শক্তি অরোরা। দীর্ঘদিনের বান্ধবী নেহা সাক্সেনার সঙ্গে তাঁর বিয়ের খবর লুকিয়ে রেখেছিলেন। কিন্তু প্রকাশ্যে আসতে তা ইতিমধ্যেই ভাইরাল।

জানা গেছে, দুই বছরের সম্পর্ককে ২০১৪ সালের ৫ জুনই বেঁধে ফেলেছিলেন শক্তি৷ নেহার সঙ্গে 'সগাই' করেছিলেন এই দিনেই। তখন থেকেই দুজনের বিয়ের খবর মাঝেমধ্যেই শোনা যেত। শেষ পর্যন্ত চার হাত এক হয়েই গেল।

২০১৬ সালে নোটবন্দির কারণেই নাকি তাঁদের বিয়ে পিছিয়ে যায়। প্রভাব পড়ে তাঁদের সম্পর্কেও৷ তবে সে সব জল্পনাতে পানি ঢেলে বিয়েটা সেরেই ফেললেন দুজনে৷ প্রসঙ্গত, শক্তি এবং নেহা নাচ বলিয়ে রিয়্যালিটি শো-এর একটি সিজনে অংশগ্রহণ করেছিলেন৷ অনেক টিভি-শোতেও দুজনকে একসঙ্গে কাজ করতে দেখা গেছে।

ছোট-পর্দায় পরিচিত মুখ শক্তি-নেহার বিয়ে নিয়ে তাই ভক্তদের আগ্রহ কম ছিল না৷ অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন এই দুই তারকা।মন্তব্য