kalerkantho


লোকাল ট্রেনের যাত্রী আলিয়া

কালের কণ্ঠ অনলাইন   

১৬ এপ্রিল, ২০১৮ ২১:১৩লোকাল ট্রেনের যাত্রী আলিয়া

আজকাল মুম্বাইয়ের লোকাল ট্রেন ধরেই সাধারণের মতোই নাকি যাতায়াত করছেন অভিনেত্রী আলিয়া ভাট! খবরটা শুনেছেন? হ্যাঁ, আর পাঁচ জন সাধারণ মানুষের মতো ভিড়ের মধ্যেই স্টেশনে বসে থাকতে দেখা গেছে আলিয়াকে। পরনে লাল টি-শার্ট ও নীল জিন্স এবং মাথায় হিজাব পরে স্টেশনে বসে থাকতে দেখা গেছে তাঁকে।

ঠিক বুঝলেন না তো? ভাবছেন, হঠাৎ আলিয়া কেন লোকাল ট্রেনে যাতায়াত করতে যাবেন, তাও আবার হিজাব পরে! আসলে এসবই জোয়া আখতারের আগামী ছবি 'গলি বয়'-এর শ্যুটিং এর জন্য। সিওন রেল স্টেশনে ভিড়ের মধ্যেই শ্যুটিং করছিলেন আলিয়া। সেখানেই পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন তিনি।

তবে শুধু আলিয়া কেন রণবীর সিংকেও মুম্বাইয়ের গোড়েগাঁও রেলস্টেশনে শ্যুটিং করতে দেখা গেছে। রণবীরের পরনে ছিল বাদামী রঙের টি-শার্ট ও নীল জ্যাকেট। জিনিউজমন্তব্য