kalerkantho


'মহাভারতে' কৃষ্ণ হচ্ছেন আমির খান!

কালের কণ্ঠ অনলাইন   

২২ মার্চ, ২০১৮ ২১:০২'মহাভারতে' কৃষ্ণ হচ্ছেন আমির খান!

এবার নাকি ‘মহাভারত’ শুরু করবেন আমির খান। ১০০০ কোটির সিনেমার প্রযোজনায় এবার এগিয়ে আসতে পারেন জিও-র কর্ণধার মুকেশ আম্বানি। মহাভারতে আমির খান কৃষ্ণের চরিত্রে অভিনয় করছেন।

বলিউড সূত্রের খবর, ১০০০ কোটির যে ‘মহাভারত’-এর প্রজেক্টে হাত দিতে চলেছেন আমির খান, সেখানে তাঁকে কৃষ্ণের চরিত্রে দেখা যাবে। যদিও আমির খান এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। কিন্তু, জল্পনা অব্যাহত। তবে ১০০০ কোটির মহাভারতে আমির খান কর্নের চরিত্রেও অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে।

এদিকে বর্তমানে ‘ঠাগস অফ হিন্দুস্থান’-এর শুটিংয়ে ব্যস্ত আমির খান। ওই সিনেমায় ক্যাটরিনা কাইফ, অমিতাভ বচ্চন এবং ফাতিমা সানা শেখ রয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর সঙ্গে।

'ঠাগস অফ হিন্দুস্থান'-এর সেটে আমির খানের সঙ্গে ক্যাটরিনা কাইফ এবং ফাতিমা সানা শেখ ব্যস্ত সময় পার করছেন।মন্তব্য