kalerkantho


১৮ হয়নি তাই চুম্বনে আপত্তি অভিনেত্রীর

কালের কণ্ঠ অনলাইন   

২২ মার্চ, ২০১৮ ১৭:১৫১৮ হয়নি তাই চুম্বনে আপত্তি অভিনেত্রীর

১৮ বছর হয়নি তাঁর। প্রাপ্ত বয়স্ক হননি। আর সেই কারণেই পর্দায় কোনও চুম্বন দৃশ্য করতে চান না। ১৮ বছর বয়সেই যদি পর্দায় তাঁর চুম্বন দৃশ্য দেখানো হয়, তাহলে ইমেজ নষ্ট হবে তাঁর। পাশাপাশি ১৮-র কমে চুম্বন দৃশ্যে অভিনয় করলে, ভক্তদের কাছেও সঠিক বার্তা পৌঁছবে না তাঁর সম্পর্কে। সেই কারণেই তিনি ওই ধরনের কোনও দৃশ্যে অভিনয় করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন জান্নাত জুবেইর নামের কলকাতার এক টেলিভিশন তারকা।

রঙের দৃশ্যে অভিনয়ের সময় চুম্বন করে সহকর্মী, তাঁর গালের এবং পিঠের রঙ তুলে দেবেন আলতো করে। পরিচালক এমন নির্দেশই দিয়েছিলেন। কিন্তু, সহ অভিনেতার সঙ্গে ওই ধরনের কোনও দৃশ্যে তিনি অভিনয় করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জন্নত।

জানা যাচ্ছে, হাত এবং কপালে চুম্বনের কথা বলেছিলেন জান্নাত জুবেইর কিন্তু, শেষ মুহূর্তে তা উলটে যায়। জানা যায়, শুধু হাত এবং কপাল নয়, জান্নাত জুবেইরের থুতনিতেও তাঁর সহকর্মী আহান চুম্বন করবেন বলে জানান। এরপরই আপত্তি করেন জান্নাত।

আহানকে তিনি কোনওভাবেই তাঁর থুতনিতে চুম্বন করতে দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন জান্নাত। এরপর থেকেই শুরু হয় বিতর্ক।

তবে শুধু জান্না জুবেইর-ই নন, তাঁর মা-ও বিষয়টি নিয়ে চটে যান। ১৬ বছর বয়সী মেয়েকে চুম্বনের অনুমতি কখনওই দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।মন্তব্য