kalerkantho


নিজের প্রতিচ্ছবি শেয়ার করলেন ইরফান

কালের কণ্ঠ অনলাইন   

২০ মার্চ, ২০১৮ ১৮:৪৪নিজের প্রতিচ্ছবি শেয়ার করলেন ইরফান

নিউরো এন্ডোক্রাইন টিউমার নামে এক বিরল রোগে আক্রান্ত ইরফান খান। চলছে চিকিৎসা। কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। এবার নিজের ছবি শেয়ার করলেন। ছবিতে দেওয়ালে এসে পড়েছে ইরফানের ছায়া।

সম্প্রতি ইরফান নিজের একটি ছায়ার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেই সঙ্গে একটি লেখাও লেখেন। তাঁর কথায়, ঈশ্বর আমাদের তৈরি করেছে, আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে সে। অন্ধকারের মধ্যেও ঈশ্বর সবার সঙ্গে থাকে। তিনি আরও লেখেন, সুন্দর বা ভয়ানক: যা কিছু হচ্ছে হোক। শুধু এগিয়ে যেতে হবে।

ইরফান এখন লন্ডনে। সেখানে চলছে তাঁর চিকিৎসা। দা ডোরচেস্টার নামে একটি হোটেল থেকে তিনি এই ছবি দিয়েছেন।

এর আগে নিজের অসুস্থতার কথা জানিয়ে ইরফান লিখেছিলেন, অপ্রত্যাশিত কিছু আমাদের বেড়ে উঠতে সাহায্য করে। বিগত কয়েকদিনে সেটাই হচ্ছে। নিউরো এন্ডোক্রাইন টিউমারের চিকিৎসা চলছে, যেটা খুবই কঠিন। কিন্তু, আমার চারপাশে যে ভালোবাসা ও শক্তিরা আছে, তা থেকে আমি আশা দেখছি। এই সফরে আমাকে দেশের বাইরে যেতে হবে। প্রত্যেকের কাছে আমার আবেদন সবাই আমার জন্য প্রার্থনা করুন।

 মন্তব্য