আজ চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৬ সালের ২০ মার্চ ৫১ বছর বয়সে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিতি।
১৯৬৫ সালের ৩১ মার্চ সোনারগাঁওয়ে জন্ম নেন এই গুণী অভিনেত্রী। দিতি ১৯৮৪ সালে বিএফডিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে ঢাকাই ছবিতে আসেন।
দিতির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে জয়া আহসান স্মরণ করেছেন তাকে। ফেসবুকে দিতির সঙ্গে কিছু ছবি ও লেখা শেয়ার করেছেন তিনি। জয়া লিখেছেন, 'ভলোবাসা যত বড় জীবন তত বড় নয়' সত্যিই তাই। দিতি আপু, তুমি আছো আমাদের হৃদ মাঝারে। তোমাকে ভুলিনি। ভুলবনা। অনন্ত ভালোবাসা তোমার জন্য।
দিতি অভিনয় করেছেন প্রায় দুইশত ছবিতে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো হীরামতি, দুই জীবন, ভাই বন্ধু, উছিলা, লেডি ইন্সপেক্টর, খুনের বদলা, আজকের হাঙ্গামা, স্নেহের প্রতিদান, শেষ উপহার, চরম আঘাত, কালিয়া, স্বামী-স্ত্রী, মেঘের কোলে রোদ ও জোনাকির আলো।
চলচ্চিত্রের পাশাপাশি দিতি বেশ কিছু নাটকেও অভিনয় করেছিলেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের