kalerkantho


'রেস ৩'-এ সালমানের ফার্স্ট লুক প্রকাশিত

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৮ ১৫:৫২'রেস ৩'-এ সালমানের ফার্স্ট লুক প্রকাশিত

আবরো হাই-অকটেন গেটআপে হাজির হয়েছেন সালমান খান। আর ছবির নাম 'রেস ৩'। রেমো ডি'সুজার এই হাই-ভোল্টেজ ছবিতে সালমানের সঙ্গে আরো আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, অনিল কাপুর, ববি দেওল, সাকিব সেলিম ও ডেইজি শাহ।

দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন 'রেস ৩'-এর।

ইতিমধ্যেই ছবিটিতে সালমান খানের ফার্স্ট লুক প্রকাশ করেছেন এই বলিউড সুপারস্টার। আজ এটি প্রকাশ করে সালমান তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, আসুন, এ সপ্তাহে আপনাদের 'রেস ৩'-এর পরিবারের সাথে পরিচয় করিয়ে দিই......আমার নাম সিকান্দার। স্বার্থপরের জন্য নিঃস্বার্থ!

উল্লেখ্য, এটা ছবিটির প্রথম বা ফার্স্ট লুক পোস্টার। কালো শার্ট, পিনস্ট্রিপ ট্রাউজার, কাঁধে ব্লেজার, ইলেকট্রিক ব্লু টাই আর একজোড়া কালো সানগ্লাস পরে সামনে এসেছেন সালমান। আর এতেই অপেক্ষা আরো বেড়েছে তাঁর ভক্তদের। 

টিপস ফিল্মস-এর ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। আর এর প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান ফিল্মস ও রমেশ তরানি। ছবিটি এ বছরের ঈদে মুক্তি পাবে।
সূত্র : ডিএনএ, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

 মন্তব্য