kalerkantho


আসুন, সঞ্জনা সাঙ্ঘির এই ছবিগুলো দেখে নিই

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৮ ১৪:১৬আসুন, সঞ্জনা সাঙ্ঘির এই ছবিগুলো দেখে নিই

এবার কিন্তু এই মেয়েটির সাথে নতুন করে পরিচিত হয়ে নেওয়াই যায়। কেননা, ইতিমধ্যে তিনি 'সুপার স্টারডমে' ঢুকে পড়েছেন। হ্যাঁ, কথা হচ্ছে সঞ্জনা সাঙ্ঘির প্রসঙ্গে। যাঁকে দেখা যাবে সুশান্ত সিং রাজপুত-এর বিপরীতে জশ বুন পরিচালিত হলিউড রোমান্টিক ড্রামা 'দ্য ফল্ট অব দ্য স্টারস'-এর হিন্দি রিমেকে। 'হিন্দি মিডিয়াম' ও 'রকস্টার' ছবির এই তারকা সুন্দরীকে এবার দেখা যাবে সম্পূর্ণ অন্য লুকে। 

হিন্দি রিমেকের পরিচালক মুকেশ চাব্রা বিষয়টি নিশ্চিত করে বলেন, 'রকস্টার' ছবির কাস্টিংয়ের সময় তাঁকে প্রথম দেখি। দুর্দান্ত এনার্জেটিক মেয়ে সে। ইতিমধ্যেই সে নিজেকে একজন সুঅভিনেত্রী হিসেবে প্রকাশ করতে পেরেছে। আমি ভাবছিলাম কবে আবার তার সাথে কাজ করব। এর মধ্যেই এই ছবিটির স্ক্রিপ্ট তৈরি হয়ে গেল এবং আমি দেখলাম সে-ই ছবিটির জন্য সবচেয়ে ফিট।

আসুন, এসব কথা বাদ দিয়ে আমরা বরং এই সুন্দরীর কিছু ছবি দেখি। যা আমাদের দিনটাকে আনন্দময় করে তুলবে।
সূত্র : বলিউড লাইফ.কম

     মন্তব্য