টিভি শো 'দশ কা দম'-এর সিজন ৩ নিয়ে শিগগিরই আসছেন সুপারস্টার সালমান খান। 'দশ কা দম'-এর সিজন ২ আর ৩ এর মাঝে ৯ বছের ফারাক। তবে, সালমান কথা দিয়েছেন তাঁর ও ভক্তদের মাঝের এই ফারাক বা 'গ্যাপ' পুষিয়ে দেবেন তিনি।
কিভাবে?
জানা গেছে, শোটিতে ইচ্ছুক অংশগ্রহণকারীরা একটি অ্যাপ-এর মাধ্যমে সরাসরি অংশ নিতে পারবেন।
'দাবাং' তারকা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই শোটির একটি প্রোমো প্রকাশ করে তার ক্যাপশনে লেখেন, শো'তে আসার জন্য এবং আমার সাথে সনি টিভিতে 'দশ কা দম' খেলার জন্য ডাউনলোড করুন সনিএলআইভি অ্যাপ।
প্রকাশিত ওই প্রোমোটিতে সালমানকে একটি র্যাপ গান গাইতে দেখা যায়। আপনিাও উপভোগ করুন প্রোমোটি।
সূত্র : এনডিটিভি
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের