kalerkantho


বক্স অফিসে দুর্দান্ত অজয়ের 'রেইড'

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৮ ১৭:২৮বক্স অফিসে দুর্দান্ত অজয়ের 'রেইড'

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে অজয় দেবগন ও ইলিয়ানা ডি'ক্রুজ অভিনীত অ্যাকশন থ্রিলার 'রেইড'। প্রথম দিনেই ১০ কোটি রুপি কামিয়েছে ছবিটি। ছবিটি আরো ভালো ব্যবসা করবে বলেও মনে করছেন বড় বড় সব ট্রেড অ্যানালিস্ট।

ভারতখ্যাত ট্রেড অ্যানলিস্ট তরণ আদর্শ তাঁর ট্যুইটে লেখেন, সকালে শুরুটা বেশ সাধারণই ছিল। হঠাৎ করেই দৌড়াতে শুরু করে 'রেইড'। বিকেল আর রাতের শোগুলো দারুণ ছিল। একটি সোজাসাপ্টা ও বাস্তবধর্মী ছবির জন্য ডাবল ডিজিট আয় যা তা ব্যাপার না। আশা করা হচ্ছে আগামীকাল ও পরশু এই ছবিটি আরো ভালো ব্যবসা করবে।

উল্লেখ্য, রাজকুমার গুপ্ত পরিচালিত ছবিটি ৩৪০০ হলে মুক্তি পায়। শুরুর দিনের আয় হিসেবে ২০১৮ সালে এটির অবস্থান তৃতীয়তে।
সূত্র : এনডিটিভি, ডিএনএমন্তব্য