kalerkantho


কেউ অকারণে গায়ে হাত দিলে আবার চড় মারব : রাধিকা

কালের কণ্ঠ অনলাইন   

১৬ মার্চ, ২০১৮ ১৬:৪৪কেউ অকারণে গায়ে হাত দিলে আবার চড় মারব : রাধিকা

সম্প্রতি নেহা ধুপিয়ার টক্ শো ‘বিএফএফস উইথ ভোগ’-এ এসেছিলেন রাধিকা। সঙ্গী বলিউডের লেটেস্ট ট্রেন্ড সেটার রাজকুমার রাও। ‘কফি উইথ করণ’-এর মতই এখানে এসে মনের ঝুলি উপুড় করেন তারকারা। সেখানেই মনের কথা বলতে গিয়ে রাধিকা শেয়ার করেন নিদারুণ অভিজ্ঞতা।

হিন্দিতে অক্ষয় কুমারের সঙ্গে ‘প্যাড ম্যান’ করার পাশাপাশি দক্ষিণে রজনীকান্তের সঙ্গে ‘কাবালি’তে অভিনয় করেছেন রাধিকা। তিনি কারও নাম না করেই বলেন, ‘দক্ষিণী ছবিতে অভিনয়ের সময়ই এক জনপ্রিয় অভিনেতা আমার গায়ে অকারণে হাত দিয়েছিলেন! সেই সময় একটি তামিল ছবির শুট চলছিল। প্রথম দিনের শুট। দৃশ্য নিয়ে ব্যস্ত আমি। আচমকাই এক নামী অভিনেতা সেটে আসেন। প্রথমে তিনি ঘুরেফিরে আমায় দেখতে থাকেন। শট দিয়ে আমি চেয়ারে গিয়ে বসি। তিনিও আমার পাশে এসে বসেন। তারপর আমার অনুমতির তোয়াক্কা না করে অকারণে আমার পায়ে হাত বুলোতে থাকেন। আমি তো অস্বস্তিতে কুঁকড়ে যাই।

এরপরেই অভিনেতা পা ছেড়ে আমার গায়ে হাত বোলাতে শুরু করেন। আর এক মুহূর্ত না ভেবে সপাটে তাঁর গালে চড় মারি। তিনি বোধহয় ভাবতে পারেননি আমি এভাবে প্রতিবাদ জানাব। তাই চড় খেয়ে নিজেকে গুটিয়ে সেট থেকে সরে যান।’

এই কাণ্ড ঘটিয়ে যদিও বিন্দুমাত্র বিচলিত নন রাধিকা। আগামী দিনে সাইফ আলি খানের সঙ্গে ‘বাজার’, দেব প্যাটেলের সঙ্গে নাম ঠিক না হওয়া একটি আন্তর্জাতিক ছবিতে দেখা যাবে তাঁকে। তখন যদি আবার এরকম কোনও ঘটনা ঘটে? কী করবেন রাধিকা? নায়িকার সাহসী উত্তর, ‘কেউ অকারণে গায়ে হাত দিলে আবার চড় মারব!’    মন্তব্য