kalerkantho


‘আলিয়া নামেই রয়েছে রহস্য’

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৮ ২১:১০‘আলিয়া নামেই রয়েছে রহস্য’

বয়সে ২৫ বছর পেরোতে না পেরোতেই এর মধ্যেই একজন অভিনেত্রী হিসাবে নিজেকে ভাঙতে গড়তে শুরু করে দিয়েছেন আলিয়া ভাট। ১৫ মার্চ, আলিয়ার ২৫ তম জন্মদিনে ইতিমধ্যেই তার ফ্যান, ফলোয়ার্স, বন্ধুবান্ধব, পরিবার সকলেই শুভেচ্ছা জানিয়েছেন আলিয়াকে। যদিও এই জন্মদিনে কিন্তু তার মা সোনি রাজদান তুলে ধরলেন অন্যরকম এক তথ্য। আলিয়া কেন আলিয়া, অর্থাৎ তাঁর নাম এরকম কেন সেই বিষয়েই জানালেন তিনি।

জন্মদিনে সোনা রাজদান ইনস্টাতে জানালেন আলিয়ার নাম কেন আলিয়া রাখা হয়েছিল। পোস্টে তিনি লেখেন, ‘২৫ বছর আগে এই দিনে আলিয়া জন্মেছিলে। তোমার নাম আমারই মস্তিষ্কপ্রসূত। এক পত্রিকায় ব্রিটিশ ইন্ডিয়ান মডেল আলিয়া নাইটলির নাম পড়েই আমি সিদ্ধান্ত নিই যে তোমার নাম আলিয়া রাখব। বিষয়টিতে তোমার বাবাও সম্মতি জানান। আমি তখন জানতাম না যে আলিয়া নামের আসল মানে কি। যদিও তোমার জন্মের কিছু বছর পর জানলাম ওর নামের মানে মর্যাদাপূর্ণ। তোমার জন্মের এক মাস আগে তুমি আমার স্বপ্নে এসেছিলে এবং তোমার মুখ আমি স্পষ্ট দেখতে পাই। যাইহোক তুমি এখন ২৫টা বছর পেরিয়েছো এবং তুমি তোমার জীবনে ইতিমধ্যেই প্রচুর সাফল্য পেয়েছো। ফলে তোমার নাম নির্বাচন এখন আমার কাছে সার্থক মনে হয়েছে। শুভ জন্মদিন আলিয়া। তুমি জীবনে অনেক সফল হও।’

হ্যাঁ, তার মা অর্থাৎ সোনি রাজদান সার্থক আলিয়া নামটি দিয়ে। এখনই তার ফ্যান ফলোয়িং অন্য যে কোনও নায়িকার কাছে ঈর্ষণীয়। তার অভিনয় দক্ষতাই নিন্দুকদের বুঝিয়ে দিয়েছে শুধু স্টারকিড হলেই নায়িকা হওয়া যায় না তার সঙ্গে দরকার অভিনয় দক্ষতা। স্টুডেন্ট অফ দ্য ইয়ার, হাম্পটি শর্মা কি দুলহানিয়া, টু স্টেটের মতো ছবির পাশাপাশি হাইওয়ে, উড়তা পাঞ্জাব, ডিয়ার জিন্দগির মতো ছবিতে তাঁর অভিনয় মুখ বন্ধ করে দিয়েছে সমালোচকদের।

আলিয়া এখন আছেন বুলগেরিয়ায়। ব্রহ্মাস্ত্রের শুটিংয়ে রণবীর কাপুরের সঙ্গে।মন্তব্য