kalerkantho


এই ছেলেই কি সেই চোখ মারা মেয়েটির প্রেমিক?

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৮ ২০:০৩এই ছেলেই কি সেই চোখ মারা মেয়েটির প্রেমিক?

ছবি: ইনস্টাগ্রাম

খবরটি বড়ই বেদনাদায়ক প্রিয়ার ভক্তদের জন্য। চোখ মেরে সারা দুনিয়া মাত করা প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারের প্রেমিকও আছে! আসলে রূপে-গুণে অতুলনীয়ার প্রেমিক না থাকার কোনো কারণ নেই। কিন্তু ভক্তদের মাথায় একটাই প্রশ্ন— 'জাতীয় ক্রাশ কি তাহলে ক্রাশ হিসেবেই থেকে যাবে?' সম্প্রতি বেশ কিছু ছবি প্রকাশ্যে আসায় শুরু হয়েছে জল্পনা।

এক ভিডিওতেই জাতীয় ক্রাশের তকমা পেয়েছিলেন প্রতিবেশী ভারতের কেরলের মেয়ে প্রিয়া। শুধু ভুরু নাচিয়ে, বহু পুরুষের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু এই অষ্টাদশীর মনে রয়েছেন কে? প্রিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটু নজর রাখলে দেখা যাবে, বিশেষ একজনের সঙ্গে প্রায়ই ছবি দেন তিনি। আর সেই যুবককে ঘিরেই জল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। 

সেই যুবকের নাম হৃষিকেশ সাজি। এক সর্বভারতীয় বিনোদন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হৃষিকেশই নাকি প্রিয়ার বয়ফ্রেন্ড! সোশ্যাল সাইটেও এমন গুঞ্জন আছে। হৃষিকেশের ইনস্টাগ্রাম প্রোফাইল ঘাঁটলেও দেখা যাবে, প্রিয়ার সঙ্গেও তার বেশ কয়েকটি ছবি আছে। যা প্রিয়ার লাখো পানিপ্রার্থীদের জন্য হৃদয় ভাঙার খবরই বটে।মন্তব্য