kalerkantho


'রেস ৩'-এর লোগো উন্মোচন করলেন সালমান

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৮ ১৫:১৪'রেস ৩'-এর লোগো উন্মোচন করলেন সালমান

গত বছরের শেষে সবচেয়ে বড় হিট ছিল সালমান খানের 'টাইগার জিন্দা হ্যায়'। এ বছরের ঈদে আবার আসছেন 'ভাইজান' সালমান, সাথে আসছে 'রেস ৩'। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই স্টাইলিশ থ্রিলারটির। কারণ, তাঁর সঙ্গে আরো আছেন ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ, সাকিব সেলিম, ডেইজি শাহ আর অনিল কাপুর। 

আর মাত্র তিন মাস বাকি। আর এর আগে ছবিটির অফিসিয়াল লোগো উন্মোচন করেছেন সালমান। রেমো ডি'সুজার এই ছবিটির লোগো উন্মোচন প্রসঙ্গে এক ট্যুইট পোস্টে সালমান লেখেন, আর মাত্র তিন মাস বাকি। এই ঈদে, রেস ৩।

'রেস ৩' ছবিটি আর একটি কারণে বিশেষ। কারণ, এই ছবিটিই সদ্যঃপ্রয়াত অভিনেতা প্রকাশ ঝাঁ অভিনীত শেষ ছবি। যিনি গতকাল (বুধবার) সকালে পরলোক গমন করেন। 
সূত্র : ডিএনএ  মন্তব্য