kalerkantho


শুভ জন্মদিন, আলিয়া ভাট

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৮ ১১:৫৪শুভ জন্মদিন, আলিয়া ভাট

এখন আর অন্য কারো সাথে তাঁর নাম জড়িয়ে তাঁকে পরিচয় করিয়ে দিতে হয় না। তিনি এখন স্বনামেই পরিচিত। আজ তাঁর জন্মদিন। আর তিনি আর কেউ নন, আলিয়া ভাট। শুভ জন্মদিন, আলিয়া। 

আজ তাঁর ২৫তম জন্মদিন উপলক্ষে নিজেই নিজেকে উইশ করার এক অভিনব উপায় বের করেছেন এই বলিউড সুন্দরী। তাঁর সর্বসাম্প্রতিক ছবি 'রাজি'র দুটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে তিনি লেখেন, এটা এমন কোনো বিষয় নয় যে আমাকে ছবি করতেই হবে। আমি ছবি করি আমার ভালোবাসা থেকে। কাজ করলে মনে হয়, আমি বেঁচে আছি। সুতরাং, আমার ২৫তম জন্মদিনে আমি আমার চলতি ছবি 'রাজি'র ২৫তম শুটিং দিনের দুটি ছবি আপলোড করছি এবং নিজেকে নিজের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আগামী ৯ এপ্রিল ছবিটির ট্রেলার মুক্তি পাবে।

'রাজি' ছবিটির পরিচালক মেঘনা গুলজারও একই ছবিগুলো তাঁর নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, আজ তিনি (আলিয়া ভাট) ২৫-এ পা দিলেন। তাঁর শক্তিমত্তা তাঁর ভেতর ছাইচাপা আগুনের মতো বসবাস করে। এটা ঠিক সময়মতো প্রকাশ পায়। 'রাজি' ছবিতে একঝলক আলিয়া।
সূত্র : এনডিটিভি      

 

 মন্তব্য