kalerkantho


হঠাৎ অসুস্থ অমিতাভ, এখন কেমন আছেন?

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মার্চ, ২০১৮ ১৮:৫৩হঠাৎ অসুস্থ অমিতাভ, এখন কেমন আছেন?

'ঠগস অব হিন্দুস্থান' চলচ্চিত্রের শ্যুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে আসা হয় চিকিৎসককে।

অনেকেই বলছেন, অতিরিক্ত ভারী পোশাক ও মেকআপের চাপেই শ্বাসকষ্ট হচ্ছিল তার। আবার টানা শ্যুটিংয়ের জন্যেই ভেতরে ভেতরে তিনি কাহিল হচ্ছিলেন বলেও অনেকে মন্তব্য করেছেন।

জানা গেছে, যোধপুরে চলছিল শ্যুটিং। অমিতাভ বচ্চন ও  আমির খান শ্যুটিং করছিলেন সেখানে। সেখানেই হাজির হন চিকিৎসক দল। সেই দলের নেতৃত্ব দেন গ্যাস্ট্রো-এনটেরোলজিস্ট জয়ন্ত বার্ভে।

প্রাথমিক চেকআপের পর অমিতাভকে পরিপূর্ণ বিশ্রাম নিতে বলেন তারা। সন্ধ্যাবেলা আরো একবার চেকআপ করা হয়। এমআরআই'ও করা হয় তার।

বিগ বি'র চার্টার্ড ফ্লাইটও যোধপুরেই অপেক্ষা করছিল। যতক্ষণ না চিকিৎসকরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেন।
বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছিল গণমাধ্যমকর্মীরা।

এরই মধ্যে অমিতাভ বচ্চন জানান, সব ঠিক অাছে। কোনো সমস্যা নেই।মন্তব্য