kalerkantho


প্রভাসের নতুন ছবিতে কে এই পূজা

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৮ ১৫:৩৪প্রভাসের নতুন ছবিতে কে এই পূজা

তাঁর জন্য একটা ছবিই যথেষ্ট ছিল। হ্যাঁ, 'বাহুবলি' তারকা প্রভাসের কথাই বলা হচ্ছে। এক 'বাহুবলি' দিয়েই তিনি টিকে থাকতে পারতেন ভারতীয় ছবির ইতিহাসে। কিন্তু ক্ষান্ত হননি দক্ষিণী মেগাস্টার প্রভাস। একের পর এক সংবাদ শিরোনাম হচ্ছেন তিনি। আর তাঁর নতুন খবরটি হলো, 'সাহু' তারকা তাঁর পরবর্তী ছবির জন্য নায়িকা খুঁজে পেয়েছেন।

গণমাধ্যম বোম্বে টাইমস জানাচ্ছে, একটা চমৎকার প্রেমের গল্পের ছবিতে নায়িকা হতে যাচ্ছেন পূজা হেজ। ইউভি ক্রিয়েশনের ব্যানারে ছবিটি পরিচালনা করবেন রাধা কৃষ্ণ কুমার। এ বছরের জুলাইতে শুটিং শুরু হবে ছবিটির। আর মুক্তি পাবে ২০১৯ সালের মাঝামাঝি। ছবিটি একই সাথে হিন্দি ও তেলেগু ভাষায় ডাবিং করা হবে।

এটা সবারই জানা, পূজা হেজের প্রথম অভিষেক ঘটে হিন্দি ছবি মহেঞ্জো দারোতে। ওই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন বলিউড সুপার সেনসেশন হৃতিক রোশন।
সূত্র : এনডিটিভিমন্তব্য