kalerkantho


আবারো মাতাতে আসছেন ধানুষ

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৮ ১৩:৫৯আবারো মাতাতে আসছেন ধানুষ

তিন বছর পর অবশেষে জানা গেল শেষ হয়েছে ছবিটির শুটিং। হ্যাঁ, ধানুষ-এর বহুল আকাঙ্ক্ষিত ছবি 'ভাদা চেন্নাই'-এর কথাই বলা হচ্ছে। এটা তখনই জানা গেল যখন ছবিটির একটি 'অল স্মাইল' পোস্টার মুক্তি দিয়েছে ছবিটির নির্মাতাগোষ্ঠী।

নিজের ট্যুইটার হ্যান্ডেলে এ-প্রসঙ্গে একটি পোস্টে গতকাল (বুধবার) ধানুষ জানান, আগামীকাল (আজ বৃহস্পতিবার) সকাল ১০টার সময় 'ভাদা চেন্নাই'য়ের প্রথম লুক প্রকাশ করা হবে।

ছবিতে একজন ক্যারম চ্যাম্পিয়নের ভূমিকায় অভিনয় করছেন ধানুষ। ৩৫ বছরের দীর্ঘ মেয়াদকালকে এই ছবিতে দেখানো হয়েছে। এটি একটি গ্রামের গল্প। 

প্রথম পোস্টারে দেখা যাচ্ছে, ধানুষ একটি পুলিশ ভ্যান থেকে নামছেন। কিন্তু তাঁকে দেখা যাচ্ছে দারুণ হাস্যোজ্জ্বল। এর কিছুক্ষণ পরই আরেকটি লুক প্রকাশ করা হয়। যাতে সম্পূর্ণ অন্য রূপে দেখা যায় এই দক্ষিণী সুপারস্টারকে। 

ছবিটি প্রসঙ্গে আলাপকালে ধানুষ গণমাধ্যম ফার্স্টপোস্টকে বলেন, এটা কোনো আর্ট ফিল্ম না। এটা পুরোপুরিই একটা বাণিজ্যিক ছবি। আমরা ছবিটি আলাদা আলাদা ভাগে শুটিং করছি। প্রথমটি মুক্তির পরই দ্বিতীয়টির শুটিং শুরু হবে। 
সূত্র : ডিএনএ         মন্তব্য