kalerkantho


বিরাট-আনুশকা, বিশ্ব নারী দিবসে

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৮ ১২:২৫বিরাট-আনুশকা, বিশ্ব নারী দিবসে

আজ বিশ্ব নারী দিবস। সমাজ, রাষ্ট্রে এবং পৃথিবীতে বৃহত্তর অর্থে নারীর ক্ষমতায়ন এবং সকল ক্ষেত্রে নারীর অবদানের স্বীকৃতিস্বরূপ আজকের দিনটি পৃথিবীব্যাপী পালন করা হয়।

আজ সেই বিশেষ দিনটি উপলক্ষে ভারতের বিশেষ মানুষ বিরাট কোহলি আপামর সব নারী ও পুরুষের জন্য একটি ম্যাসেজ দিয়েছেন।

আর এই ম্যাসেজ প্রদানের জন্য তিনি বেছে নেন তাঁর নিজস্ব মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারকে। ৩৯ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন তিনি। যাতে তিনি বলেন, নারী আর পুরুষ সমকক্ষ নন। আমরা সমকক্ষ ছিলাম, এটা ভাবতে ভালো লাগে আমার। আর সত্যি বলছি, এটা হওয়া বেশ সহজ। যৌন হয়রানি, নারীর প্রতি বৈষম্য, পুরুষতন্ত্র, পারিবারিক নির্যাতন, নারী নির্যাতন....তালিকা ক্রমশ দীর্ঘ হয়। এসব সত্ত্বেও মেয়েরা এগিয়ে আসছে। হে পুরুষ; এখনো কী মনে হয় না, তাঁরা তোমাদের সমকক্ষ? না, তাঁরা তোমাদের সমকক্ষ হতে উত্তম (বেটার দ্যান ইকুয়াল)। সারা পৃথিবীর সব নারীর প্রতি বিশ্ব নারী দিবসের শ্রদ্ধা।

এই ভিডিওটির ক্যাপশনে বিরাট লেখেন, আপনার জীবনের বিশেষ কোনো নারীকে ট্যাগ করুন। আর হ্যাশট্যাগটি হলো #বেটারদ্যানইকুয়াল।

নারী দিবস উপলক্ষে তাঁর স্ত্রী ও বলিউড সেনসেশন আনুশকা শর্মা নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, তুমি তোমার বিশ্বাসের পথে হাঁটো, দেখবে ভিন্নতা খুঁজে পাচ্ছ। হয়তো খুব তাড়াতাড়িই তুমি সাফল্য পাবে না, তবে বিশ্বাস রাখ, সেটি আসবেই। বিশ্বাসী ও যোদ্ধা সকল নারীকে বলছি, হাল ছেড় না। 
সূত্র : ডিএনএমন্তব্য