kalerkantho


বিশ্ব নারী দিবসের মিউজিক্যাল নাইটে ফারিয়া প্রেমা

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৮ ২০:৪৯বিশ্ব নারী দিবসের মিউজিক্যাল নাইটে ফারিয়া প্রেমা

আমাদের ঐতিহ্যবাহী বাংলা আধুনিক ও লোকজ গানের ভাণ্ডার অপরিসীম, সেইসাথে ভিন্ন ভাষার সংগীতকেও বাঙালি আপন করে নিয়েছে সহজেই। দেশটিভি সকল ভাষরি আধুনিক, লোকজ এবং ফিউশনধর্মী গান নিয়ে স্টুডিও কনসার্ট ড্যানিশ ফ্লোরিডা অরেঞ্জ বিস্কিট মিউজিক্যাল নাইট-এর সাপ্তাহিক আয়োজন করেছে।

মূলত একজন বা দুইজন নতুন প্রজন্মের শিল্পী অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটির সেট এবং সার্বিক পরিবেশনায় থাকবে আধুনিকতার ছাপ। নারী দিবসে অনুষ্ঠানটিতে শিল্পী থাকছেন ফারিয়া প্রেমা।

আলমগীর হোসেনের প্রযোজনা এবং পূজা সেনগুপ্তের উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিট।

 মন্তব্য