kalerkantho


ইরফান খানের কী হয়েছে? মুখ খুলতে নারাজ চিকিৎসক

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৮ ২০:১০ইরফান খানের কী হয়েছে? মুখ খুলতে নারাজ চিকিৎসক

বিরল রোগে’ আক্রান্ত ইরফান খান। এই মুহূর্তে ইরফান নাকি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন। বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জন চলছে। কিন্তু, তার মধ্যেই বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে প্রকাশ করা হয়, ইরফানের নাকি ব্রেন ক্যান্সার হয়েছে।

মুম্বাইয়ের ওই হাসপাতালেই নাকি চিকিত্সা চলছে তাঁর। যা নিয়ে ইরফান নিজে কোনও মন্তব্য করেননি। কিন্তু, বলিউডের এই বড় অভিনেতার অসুখ নিয়ে যখন ধোঁয়াশা চূড়ান্ত হচ্ছে, তখন বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি ইরফান খানের চিকিত্সকও।

অভিনেতার চিকিত্সকের কথায়, ফাইনাল রিপোর্টে হাতে না আসা পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না।

সম্প্রতি ইরফান খান দাবি করেন, ‘বিরল রোগে’ আক্রান্ত তিনি। তবে রোগের বিষয়ে কোনও মন্তব্য তিনি করেননি। জিনিউজমন্তব্য