kalerkantho


আসছে 'দাবাং ৩', আসছেন চুলবুল পাণ্ডে সালমান

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৮ ১৯:১৯আসছে 'দাবাং ৩', আসছেন চুলবুল পাণ্ডে সালমান

আপনি নিশ্চয়ই আবার সেই চুলবুল পাণ্ডেকে দেখতে চাইছেন। এবং সেটা নিশ্চয়ই 'দাবাং'-এর নতুন কোনো সিক্যুয়েলে। আপনার সেই আশা হয়তো পূরণ হতে চলেছে। প্রস্তুতি চলছে সালমান খানের পুলিশ অ্যাকশন মুভি 'দাবাং'-এর নতুন সিক্যুয়েলের কাজ।

এই তো, আর মাত্র ক'টা দিন। এ বছরের মাঝামাঝিতেই শুটিং শুরু হবে 'দাবাং ৩'-এর। 'দাবাং' ফ্র্যাঞ্চাউজির তৃতীয় ছবিতেও সালমানের সাথে থাকবেন যথারীতি সোনাক্ষী সিনহা। 

এ-প্রসঙ্গে সালমান খানের ভাই ও ছবিটির প্রযোজক আরবাজ খান বার্তা আইএএনএসকে বলেন, আমার মনোযোগ এখন এই ছবিটার প্রতি। এ বছরের মাঝামাঝি ছবির কাজ শুরু করার ইচ্ছে আছে। 

ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা ট্যুইটে জানান, 'রেস ৩'-এর কাজ শেষ করে সালমান 'দাবাং ৩'-এর কাজ ধরবেন। ছবিটি পরিচালনা করবেন প্রভুদেবা।
 

পূর্বের সিক্যুয়ালগুলোর মতো একই রূপে দেখা যাবে সালমান খানকে, পুলিশ অফিসার চরিত্রে। তাঁর স্ত্রী রাজো চরিত্রে থাকবেন সোনাক্ষী সিনহা। 

'দাবাং'-এর প্রথম ছবিটি আসে ২০১০ সালে। এর দুই বছর পর আসে 'দাবাং ২'। দারুণ ব্যবসাসফল হয় ছবি দুটি। 

'দাবাং ২' পরিচালনা করেন প্রযোজক আরবাজ খান। ছবি দুটিতেই তিনি সালমান খানের ভাইয়ের চরিত্রে অভিনয় করেন।
সূত্র : এনডিটিভি
 মন্তব্য