kalerkantho


জন আব্রাহাম আসছেন নবাগতা আয়শার সাথে

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৮ ১৩:৪২জন আব্রাহাম আসছেন নবাগতা আয়শার সাথে

মিলাপ জাবেরির নতুন হাই-প্রফাইল অ্যাকশন থ্রিলারে আসছেন জন আব্রাহাম। সঙ্গে আসছেন নতুন মুখ আয়শা শর্মা। গতকাল নতুন এই ছবিটির মহরত অনুষ্ঠিত হলো। ছবির নাম দেওয়া হয়েছে এসএমজে।

ছবিটির প্রযোজক নিখিল আদভানি এবং ভূষণ কুমার। গতকাল এ-প্রসঙ্গে এক ট্যুইট বার্তায় পরিচালক মিলাপ জাবেরি লেখেন, কাজ শুরু হলো! অনুষ্ঠিত হলো এসএমজের মহরত।

জন আব্রাহাম সম্পর্কে কিছু যেহেতু বলার নেই, আমরা এই ফাঁকে নবাগতা আয়শা শর্মা সম্পর্কে একটু জেনে নিই। তিনি 'তুম বিন ২'-এর নায়িকা নেহা শর্মার ছোট বোন এবং মডেলিং দিয়েই মিডিয়াতে তাঁর ক্যারিয়ার শুরু। এই ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যে আয়শা বেশ কয়েকটি ওয়ার্কশপ এবং ডিরেকশন ক্লাসে অংশ নিয়েছেন। প্রথম ছবি, তাই কোনো ঘাটতি রাখতে চাইছেন না আয়শা। 

আগামী ১৮ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়ামন্তব্য