kalerkantho


মৃত্যুর আগে তোলা শ্রীদেবীর শেষ ছবিগুলো

কালের কণ্ঠ অনলাইন   

২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:৩২মৃত্যুর আগে তোলা শ্রীদেবীর শেষ ছবিগুলো

তখন তিনি ক্যারিয়ারের তুঙ্গে। ইনসেটের ছবিতে শ্রীদেবী, ছোট মেয়ে খুশী কাপুর ও ডিজাইনার মহনিশ মালহোত্রাকে দেখা যাচ্ছে। ছবিটি ওই বিয়েতেই তোলা হয়েছিল

সুপারস্টার শ্রীদেবীর চলে যাওয়া কেউ-ই মেনে নিতে পারছেন না। তার যত হিট মুভি, তার ছবি, তার জীবন নিয়ে একের পর এক খবর হচ্ছে। এই কিংবদন্তি আভিনেত্রীর মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছে বলিউডপাড়া। দুবাইয়ে কার্ডিয়াক অ্যারেস্টের ধকল সইতে পারেননি তিনি। তাই না ফেরার দেশে চলে গেলেন অসময়ে। সেখানে তার সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর এবং মেয়ে খুশী কাপুর। তারা স্বপরিবারে মোহিত মারওয়ার বিয়েতে গিয়েছিলেন সেখানে। 

তার অসংখ্যা ভক্ত এবং বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি সোশাল মিডিয়ায় তাদের শোকের কথা তুলে ধরছেন। শ্রীদেবী দুবাইয়ে যে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে তোলা ছবিগুলোই জীবনের শেষ ছবি হয়ে থাকবে। 

এখানে দেখে নিন কয়েকটি ছবি। এগুলো তার মৃত্যুর আগের শেষ ছবি। 

 

ভক্তদের প্রাণের দেবীর এই হাস্যোজ্জ্বল ছবিগুলোই শ্রীদেবীর শেষ স্মৃতি হয়ে থাকবে

 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া মন্তব্য