kalerkantho


শাহরুখকে নিশ্চয়ই মজার কিছু বলছেন মোদি

কালের কণ্ঠ অনলাইন   

২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ১৫:৫৫শাহরুখকে নিশ্চয়ই মজার কিছু বলছেন মোদি

এর আগেও দেখা হয়েছিল তাঁদের। এমনই একটি সম্মেলনে। এ বছরই, সুইডেনের দোভাসে। সেটিও ছিল একটি বাণিজ্য সম্মেলন। এবারেরটাও। এ বছরের বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে তাঁদের প্রথম দেখা হয়েছিল, আবার দিল্লিতে অনুষ্ঠিত গ্লোবাল বিজনেস সামিটে আবার দেখা হলো তাঁদের। আর হাস্যোজ্জ্বল শাহরুখ খানের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিটি ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে নেটিজেনদের মাঝে।

ছবিটি দেখে মনে হচ্ছে, শাহরুখের সাথে নিশ্চয়ই মজার কোনো আলোচনায় আছেন প্রধানমন্ত্রী। আর তাঁর কথা শুনে হাসছেন শাহরুখ।

নরেন্দ্র মোদি ছাড়াও আরো অনেক দেশের বড় বড় বিজনেস পারসনালিটি এই সম্মেলনে উপস্থিত আছেন। কিন্তু এই ছবিটি যেন শুধুই ভারতীয়। 

শাহরুখ খানের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ছবিটি শেয়ার করা হয়।
সূত্র : ডিএনএ   মন্তব্য