kalerkantho


বাবার মতোই 'ওস্তাদ' হচ্ছে মেয়ে, ছবিতে দেখুন

কালের কণ্ঠ অনলাইন   

২১ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:১৫বাবার মতোই 'ওস্তাদ' হচ্ছে মেয়ে, ছবিতে দেখুন

মা সাবেক মিস ইউনিভার্স আর বাবা টেনিস 'বস' মহেষ ভূপতি। তাঁদের ছয় বছরের কন্যা সায়রা তাহলে কোনটা বেছে নেবে? বাবার মতো টেনিস কোর্ট না-কি মা'র মতো গ্ল্যামার দুনিয়া। শেষ পর্যন্ত বোধহয় বাবার খেলাকেই বেছে নিচ্ছে মেয়ে। 

এমনই কিছু ছবি সম্প্রতি প্রকাশিত হয়েছে। ছবিগুলোতে দেখা গেছে বাবার সাথে টেনিস কোর্টে প্র্যাকটিস করছে মেয়ে। আর তাকে ট্রেইন করছেন স্বয়ং বাবা মহেষ। ছবিতে সাইরাকে দেখা যাচ্ছে লেগিস, মিনি মাউস টি-শার্ট আর ক্যাপ পরা অবস্থায়। 

২০১২ সালের জানুয়ারিতে জন্ম সাইরার। এবার টেনিস কোর্টে প্র্যাকটিস-রত বাবা আর মেয়ের মন ভালো করা ছবিগুলো দেখুন।
সূত্র : এনডিটিভি

    মন্তব্য