kalerkantho


মিউজিক ভিডিওতে আবিদ-আনুভা

কালের কণ্ঠ অনলাইন   

২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০৯:২৫মিউজিক ভিডিওতে আবিদ-আনুভা

প্রথমবারের মতো একসঙ্গে মিউজিক ভিডিও নির্মাণ করতে যাচ্ছেন আবিদ হাসান ও সুরাইয়া শাহরীন আনুভা। আগামী সপ্তাহে বান্দরবানে চিত্রায়িত হতে যাওয়া এই মিউজিক ভিডিওটির শিরোনাম ‘বিমুর্ত’। পারভেজ রিয়েলের গাওয়া এই গানটির কনসপ্টে ও সংগীত পরিচালনায় আবিদ হাসান।

গানের কথা লিখেছেন শিশির আহমেদ শুভ ও সুর করেছেন পারভেজ রিয়েল নিজেই।

এ প্রসঙ্গে আবিদ হাসান বলেন, ‘ছোট থেকেই মিউজিকের প্রতি আমার দুর্বলতা রয়েছে। ‘বিমুর্ত’ গানটি আমার সেই আগ্রহের জায়গা থেকেই করা। গানটি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এখন ভিডিও নির্মাণ হলেই সেটি দর্শক- শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে। আর আমি সাধারণত একক ভাবেই ভিডিও নির্মাণ করে থাকি। তবে এবার আমার সঙ্গে যৌথভাবে নির্মাতা হিসেবে থাকছেন আনুভা। আশা করছি সকলের কাছে গান ও ভিডিও দুটোই ভালো লাগবে।’

আগামী মাসের প্রথম সপ্তাহে ইউটিউবে ‘বিমুর্ত’ গানের ভিডিওটি প্রকাশ করা হবে বলে আবিদ হাসান জানিয়েছেন।মন্তব্য