kalerkantho


'দিব্যি বেঁচে আছি,' বললেন 'মৃত' সিলভেস্টার স্ট্যালন

কালের কণ্ঠ অনলাইন   

২০ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:২১'দিব্যি বেঁচে আছি,' বললেন 'মৃত' সিলভেস্টার স্ট্যালন

তাঁকে মৃত বলে চালিয়ে দিচ্ছিল অনেকে। তাঁর ছবির ওপর ক্যাপশনে লেখা হচ্ছিল 'রেস্ট ইন পিস,' যা মৃতদের ক্ষেত্রে লেখা হয়। ঠিক তার পরই যেন ঘুম ভাঙে ৭১ বছর বয়সী এই সুপার হিরোর। অন্য অনেক তারকার মতো এবার 'র‌্যাম্বো' ও 'রকি' তারকা সিলভেস্টার স্ট্যালনকে নিয়ে ছড়ানো হলো মৃত্যুর গুজব।

আরো পড়ুন : 'ব্ল্যাকমেল'-এর টিজার ও মুখ ঢাকার হিড়িক 

আর তাই, মজা করে নিজের মৃত্যুর খবর ও ছবি নিজেই শেয়ার করলেন তিনি। যাতে লেখা, প্রোস্টেট ক্যান্সারে মারা গেছেন এই অভিনেতা। এই বাজে বিষয়টিকে এড়িয়ে যেতে বলে এই অভিনেতা নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লেখেন, এই অজ্ঞতাকে প্রশ্রয় দেবেন না। বেঁচে আছি, ভালো আছি, সুখী ও স্বাস্থ্যবান আছি। দিব্যি আছি। 

এরপর তাঁর মৃত্যু নিয়ে এই বাজে ঘটনাটিকে উড়িয়ে দিয়ে মেয়েদের সাথে একটি আনন্দময় সময়ের ভিডিও শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, মৃত্যু থেকে ফিরে আসার বিষয়টি সত্যিই ভালো!!!
সূত্র : ডিএনএ     মন্তব্য