kalerkantho


কলেজ জীবনে এমনই ছিলেন রণবীর সিং

কালের কণ্ঠ অনলাইন   

১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:৪৩কলেজ জীবনে এমনই ছিলেন রণবীর সিং

আজকে তিনি ভারতের সকলের প্রিয় রণবীর সিং, কিংবা 'পদ্মাবত'-এর আলাউদ্দিন খিলজি। তবে সেদিন, যখনও রণবীর অভিনেতা হিসাবে এত জনপ্রিয় হননি। সেই কলেজের দিনগুলিতে রণবীর সিং কেমন ছিলেন?

সম্প্রতি, রণবীর ফ্যান ক্লাবের মাধ্যমে অভিনেতার কলেজ জীবনের একটি ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। যেখানে রণবীরকে বেশ রকস্টার লুকেই দেখা গেছে।  ছবিতে দেখা গেছে কলেজ জীবনেও বেশ বড় বড় চুলই রাখতেন রণবীর, তাঁর কানে দুলও রয়েছে।

তবে রণবীরকে জড়িয়ে রয়েছেন যে নারী তিনি ঠিক কে এটা বোঝা যাচ্ছে না...। হতে পারেন ইনিই সেই রণবীরের কলেজ জীবনের প্রাক্তন প্রেমিকা।

আপাতত রণবীর আলিয়া ভাটের বিপরীতে 'গলি বয়'-এর শ্যুটিংয়ে ব্যাস্ত রণবীর। তবে শুধু 'গলি বয়', রোহিত শেট্টির 'সিম্বা', কবীর খানের '৮৩' সহ একাধিক ছবি রয়েছে তাঁর হাতে।

সম্প্রতি রণবীরের প্রথম অভিনয় ক্লাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। জিনিউজমন্তব্য