kalerkantho


ভালোবেসে ইয়াশকে স্মরণ করলেন পরিণীতি

কালের কণ্ঠ অনলাইন   

১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১১:৪৪ভালোবেসে ইয়াশকে স্মরণ করলেন পরিণীতি

পরিণীতি বেশ গর্বভরেই বললেন এ কথা। বললেন ইয়াশ রাজ ফিল্মসের সাথে তাঁর সখ্যতার কথা। বললেন, তাঁর প্রথম ছবিটি এসেছিল এই ব্যানার থেকেই। এ ছাড়াও 'ইশকজাদে' বা 'শুদ্ধ দেশি রোমান্স'-এর মতো ছবিও এসেছে এই ব্যানার থেকেই। গত শুক্রবার ইয়াশ চোপড়া মেমরিয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে এই ব্যানারের প্রতি তাঁর ভালোবাসার কথা বলেন পরিণীতি। 

উল্লেখ্য, এই অনুষ্ঠানে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা ইয়াশ চোপড়ার স্মরণে আরো পুরস্কৃত হন সুনামি গায়িকা আশা ভোঁশলে। 

পরিণীতির অধিকাংশ ছবির প্রযোজনা প্রতিষ্ঠানই ইয়াশ রাজ ফিল্মস। লেডিস ভার্সেস রিকি বল, মেরি পিয়ারি বিন্দু, কিল দিল বা দাওয়াত-ই-ইশক- পরিণীতি অভিনীত এসবগুলো ছবিই এই ব্যানারের। আর তাই পরিণীতির ভালোবাসার জায়গাটা নিশ্চয়ই ইয়াশ রাজ ফিল্মস।

আরো পড়ুন : অমিতাভের সাথে কাজের স্মৃতিচারণ করলেন সঞ্জয় 

অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে এই বলিউড সুন্দরী বলেন, এটা আমার ঘরের মতো। আপনার আমাকে 'ওয়াইআরএফ (ইয়াশ রাজ ফিল্মস) গার্ল' বলতে পারেন। আমার প্রথম ছবি এই ব্যানারে। যদিও সরাসরি পরিচালক হিসেবে তাঁকে আমি পাইনি তবে তাঁকে পেয়েছি সবচেয়ে ভালো, সুন্দর আর বন্ধুভাবাপন্ন পরামর্শদাতা হিসেবে। এটা অনেক বড় পাওয়া। 

এরপর 'ইশকজাদে'র সেটে একটি ঘটনাকে উল্লেখ করে তিনি বলেন, মানুষ যত বড় হয় সে তত বিনয়ী হয়। আর তেমনই একজন বড় মানুষ ইয়াশ চোপড়া। 
সূত্র : এনডিটিভিমন্তব্য