kalerkantho


অমিতাভের সাথে কাজের স্মৃতিচারণ করলেন সঞ্জয়

কালের কণ্ঠ অনলাইন   

১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:৫০অমিতাভের সাথে কাজের স্মৃতিচারণ করলেন সঞ্জয়

বলিউড সিনেমার দুই মহারথি বিগ বি অমিতাভ বচ্চন আর পরিচালক বিধু বিনোদ চোপড়ার সাথে কাজের স্মৃতিচারণ করলেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত। 'একলব্য : দ্য রয়েল গার্ড' ছবির ১১ বছর পূর্তি উপলক্ষে এই স্মৃতিচারণ করলেন সঞ্জয়।

উল্লেখ্য, সঞ্জয় দত্ত এবং অমিতাভ বচ্চনের মাঝে এক দারুণ সুসম্পর্ক বিরাজমান। তাঁরা একসঙ্গে অনেক সুপারটিট ছবিতে কাজ করেছেন। এর মধ্যে আছে কাঁটে, দিওয়ার, এক আজনবি, জঞ্জির ইত্যাদি। 'একলব্য' এই জুটির চতুর্থ একসাথে অভিনীত ছবি।

আর পরিচালক বিধু বিনোদ চোপড়া, যাঁর সঙ্গে সঞ্জয়ের অনেক পুরনো সম্পর্ক- একলব্য তাঁদের পঞ্চম ছবি।

বিধুর সাথে সঞ্জয়ের জুটিটা বরাবরই প্রশংসাধন্য। তাঁদের রয়েছে মুন্না ভাই এমবিবিএস আর লাগে রাহো মুন্না ভাই এর মতো দারুণ আর ব্যবসাসফল ছবি। আর সর্বসম্প্রতি সঞ্জয়ের বায়োপিকটাও করছেন বিধু বিনোদ।

'একলব্য'র ১১ বছর পূর্তি উপলক্ষে এক ট্যুইটে সঞ্জয় লেখেন, অমিতাভ সাহেবের সাথে কাজ করা বরাবরই আনন্দদায়ক। অনুপ্রেরণাদায়ক। #বিধুবিনোদচোপড়া।

সঞ্জয় এখন তিগমাংশু ধুলিয়ার পরিচালনায় 'সাহেব বিবি অউর গ্যাংস্টার ৩'-এর কাজ নিয়ে ব্যস্ত। ক'দিন আগে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়। ছবিটি মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২৯ জুন।
সূত্র : ডিএনএ   মন্তব্য